ঘন কুয়াশায় আচ্ছন্ন নওগাঁ, বৃষ্টির মতো ঝরছে শিশির
উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল বাতাস। কুয়াশায় পথ ঘাট ঢাকা পড়েছে। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। নিম্নচাপের মতো শিশির ঝিরঝির করে ঝরে পড়ছে।
নওগাঁর বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাকারের তথ্য মতে জেলায় শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞাপন
গত এক সপ্তাহ থেকে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা উঠানামা করছে। দুপুরের পর সূর্যের দেখা মিললেও নেই কোনো তীব্রতা। বিকেলের দিকে সূর্য অস্ত যাওয়ার পর থেকে হালকা হিমেল বাতাস শীতকে বাড়িয়ে তুলছে কয়েকগুণ। সঙ্গে ঘন কুয়াশায় পথঘাট ঢাকা পড়েছে প্রকৃতি। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
অটোরিকশা চালক ফয়সলা হোসেন বলেন, প্রচন্ড শীত পড়েছে। গত কয়েকদিন থেকে সকালে রিকশা নিয়ে বের হওয়া যাচ্ছে না। ঠান্ডায় সকাল ১০ টার পর বাড়ি থেকে বের হতে হচ্ছে। কয়েকদিন আগেও ৮০০-৯০০ টাকা আয় হতো। এখন ৫০০-৬০০ টাকা আয় হচ্ছে।
বিজ্ঞাপন
বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের টেলিপ্রম্পটার অপারেটর আরমান হোসেন বলেন, সূর্যের তীব্রতা না থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। আজকে জেলায় সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা কি রকম থাকবে তা এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না।
মনিরুল ইসলাম/আরকে