যশোরের ঝিকরগাছা যুবদল নেতা রাসেল হোসেন দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার সন্ধান চেয়ে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। 

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে মহাসড়কের মল্লিকপুর এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে দুপুর ১২টা পর্যন্ত চলে। ফলে মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

নিখোঁজ রাসেল হোসেন মল্লিকপুর পশ্চিমপাড়ার মৃত রুস্তম আলীর ছেলে। তিনি উপজেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক।

এ সময় ‘আমার ভাই নিখোঁজ কেন, প্রশাসন জবাব চাই’, ‘রাসেল ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‌‘আমার ভাই গুম কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভকারীরা। এতে নারী-পুরুষসহ স্থানীয়রা অংশ নেয়।
 
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক নওয়াজিস ইসলাম রিয়েল বলেন, গত ২৬ ডিসেম্বর রাত ৯টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি রাসেল ভাই। আমরা মনে করছি রাসেল ভাইকে গুম করা হয়েছে। তার সন্ধান চেয়ে আমরা রাস্তায় নেমেছি। যতক্ষণ না পর্যন্ত তার খোঁজ মিলবে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে রাসেলের নিখোঁজের ঘটনায় ২৭ ডিসেম্বর ঝিকরগাছা থানায় জিডি করেছেন তার ভাই রয়েল হোসেন। তিনি বলেন, ২৬ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়িতে আসেন। পরে একটি ফোন কল পেয়ে দ্রুত আবার বেরিয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। প্রশাসনও এখনও তাকে উদ্ধার করতে পারেনি। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আমরা অনেক দূর এগিয়ে গেছি। খুব দ্রুতই একটি ভালো খবর দিতে পারব বলে আশা করছি।

রেজওয়ান বাপ্পী/আরকে