বগুড়ার সোনাতলা উপজেলায় ট্রেনের ধাক্কায় এক নারী ও তার শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সোনাতলা পৌরসভার ছয়ঘরিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দোয়াইল এলাকার বাসিন্দা রনি বেগম (৩০) এবং তার আট বছর বয়সী ছেলে আরাফাত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রনি বেগম তার ছেলেকে নিয়ে সোনাতলার দিকে যাচ্ছিলেন। এ সময় রেললাইনের ওপর মা ও ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে এক ব্যক্তি তাদের সরে যেতে বলেন এবং সরানোর চেষ্টা করেন। ঠিক তখনই সান্তাহার, লালমনিরহাট রুটের পদ্মরাগ ট্রেন এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। 

এবিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরকে