বিচার শেষ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : ওসমান হাদির বোন জামাতা
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য এই অবস্থান কর্মসূচি শুরু হয়। এর ফলে ঢাকা-বরিশাল রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।
আন্দোলনরত ছাত্র-জনতা মহাসড়কের ওপরেই মাগরিবের নামাজ আদায় করেন। নামাজের আগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শহীদ ওসমান হাদির বোন জামাতা আমির হোসেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমাদের পরিবারের কোনো সিদ্ধান্ত হাদির পরামর্শ ছাড়া নেওয়া হতো না। আজ হাদি আমাদের মাঝে নেই। আমাদের পরিবারে কেউ বিক্রি হওয়ার মতো নয়। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
আমির হোসেন আরও বলেন, হাদির মৃত্যুর খবরে দেশের ১৮ কোটি মানুষ কেঁদেছে। আপনারা সবাই আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতেও পাশে থাকার অনুরোধ করছি।
বিজ্ঞাপন
এআরবি