শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় ফের সড়ক অবরোধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে প্রতিবাদী ছাত্রজনতা। রোববার (২৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর ট্রাফিক অফিসের সামনে সড়কে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচির কারণে মজমপুর এলাকা ও আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিজ্ঞাপন
বিক্ষোভ চলাকালে ছাত্রজনতা হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই হাদি হত্যাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।
এ সময় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
বিজ্ঞাপন
এআরবি