ভোলা সদর উপজেলায় অভিযান চালিয়ে মো. রাসেল (৩৭) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি দেশীয় আগ্নেয়াস্ত্রের ব্যারেল, দুই রাউন্ড কার্তুজ ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে এদিন ভোরে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চন্দ্রপ্রসাদ গ্রামের শরীফ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই একই ওয়ার্ডের ইউপি সদস্য। তার বাবার নাম মো. ফরিদ মাঝি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪টার দিকে কোস্ট গার্ডের ভোলা বেইস ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন শরীফ বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রের ব্যারেল, ৩টি দেশীয় অস্ত্র এবং ২ রাউন্ড কার্তুজসহ মো. রাসেলকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ব্যক্তি বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। জব্দকৃত আলামত ও আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

খাইরুল ইসলাম/এআরবি