শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড
হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানালেন নাটোরের ছাত্র-জনতা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের মাদ্রাসা মোড় এলাকায় নাটোরের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার সাবেক সদস্য সচিব ফুয়াদ ভূঁইয়া, সমাজসেবা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের নেতা রিয়াজ উদ্দিন নোমান এবং ছাত্রশিবির নাটোর শহর শাখার সাধারণ সম্পাদক ফরিদ মন্ডল।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এটি ভিন্নমত দমন ও প্রতিবাদী কণ্ঠ রুদ্ধ করার ধারাবাহিক অপচেষ্টার অংশ। তারা অভিযোগ করেন, এখনো খুনিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় বিচারহীনতার সংস্কৃতি আরও উৎসাহিত হচ্ছে।
তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন এবং ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক ও আদর্শিক হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিজ্ঞাপন
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
আশিকুর রহমান/এআরবি