আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কক্সবাজারের একাধিক হোটেল ও গেস্ট হাউজে অভিযান পরিচালনা করেছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের হোটেল-মোটেল জোনের সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীত গলিতে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফির নেতৃত্বে পুলিশ, র‍্যাব, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভোক্তা অধিকার অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত অভিযানে চারটি গেস্ট হাউজ থেকে একজন নারী যৌনকর্মীসহ ছয়জন পুরুষকে আটক করা হয়।

অভিযানের সময় সংশ্লিষ্টরা ভেতর থেকে তালা দিয়ে পালানোর চেষ্টা করলে ম্যাজিস্ট্রেট তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। কক্ষগুলো থেকে মাদকদ্রব্য এবং অসামাজিক কর্মকাণ্ডে ব্যবহৃত সামগ্রী জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি সাংবাদিকদের বলেন, যে হোটেলগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ পাওয়া যাচ্ছিল। আজ সরেজমিনে তার প্রমাণ মিলেছে। অনেকে পালিয়ে গেলেও অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে।

পর্যটন নগরীর পরিবেশ ও ভাবমূর্তি রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

ইফতিয়াজ নুর নিশান/এআরবি