রাজশাহী বিভাগের আট জেলা রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, চাঁপাইনবাগঞ্জ ও নওগাঁর শনিবার (২৬ জুন) সকাল থেকে রাত পর্যন্ত সব ঘটনা সংক্ষিপ্ত আকারে ঢাকা পোস্টে তুলে ধরা হলো-

আমাদের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক ফেরদৌস সিদ্দিকী জানান, শ্বাসনালীতে খাবার আটকে রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার মেয়ে মনিরা খাতুন মনি (১৫) মারা গেছে। শনিবার (২৬ জুন) সকালে নগরীর লক্ষ্মীপুর এলাকার বাসায় নাস্তা করার সময় গলায় খাবার আটকে যায় মনির। দ্রুত হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে মরদেহ জেলার বাগমারা উপজেলার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

আমাদের নাটোর জেলা প্রতিনিধি তাপস কুমার জানান, ছোটখাটো হাতির মতো দেখতে ১ হাজার ২০০ কেজি ওজনের ‘কালা তুফান’ উঠছে এবারের কুরবানীর বাজারে। অতিকায় এই গরুটির মালিক নাটোর সদর উপজেলার হয়বতপুর বাজার এলাকার ব্যবসায়ী আমিরুল ইসলাম। তিনি গরুটির দাম চাইছেন ১০ লাখ টাকা।

নাটোর প্রতিনিধি আরও জানান, দুধ বিক্রি করতে না পেরে এবং ন্যায্য দাম না পেয়ে সড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানিয়েছেন জেলার সিংড়া উপজেলার খামারিরা। শুক্রবার ও শনিবার এই দুই দিন বাহাদুরপুর বটতলা এলাকায় ৩০ জন খামারি এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

আমাদের পাবনা প্রতিনিধি রাকিব হাসনাত জানিয়েছেন, জেলার চাটমোহর উপজেলায় পুকুরে ডুবে দেড় বছর বয়সের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ও বিকেলে উপজেলার ধুলাউড়ি ও পার্শ্বডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত দুই শিশু হলো- উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি মধ্যপাড়া গ্রামের সোহেল রানার দেড় বছরের ছেলে আবির এবং পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম চকপাড়া গ্রামের আবু বকরের দেড় বছরের ছেলে মাসুম।

তিনি আরও জানান, মা মিনতী বালা সরকারকে মারধরের অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছিলেন ছেলে ভুষণ কুমার সরকার। হাসপাতালে ভর্তিও হয়েছিলেন জেলার সুজানগর উপজেলার এই মা। অভিযোগ পেয়ে পুলিশ ছেলেকে আটক করে। কিন্তু পরে থানায় গিয়ে ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনেন মা।

আমাদের বগুড়া জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন জনি জানিয়েছেন, জেলায় সরকারি ভর্তুকি দেওয়া ১৭ টন সার জব্দ করেছে র‌্যাব-১২ সদস্যরা। জেলার আদমদীঘি উপজেলা থেকে নন্দীগ্রাম উপজেলায় যাচ্ছিল এসব সার। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলার কাহালু উপজেলার দুর্গাপুর এলাকায় ট্রাকসহ জব্দ হয় সার। ধরা পড়েন রুহুল আমিনসহ (৩৫) পাঁচজন।

এদিকে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছেন বগুড়া জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। শনিবার বিকেলে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুর রশিদ শাহিন ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন। সন্ধ্যায় জেলা টিভি রিপোর্টার্স ইউনিটি, জেলা টিভি ক্যামেরাপার্সন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদেরও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

বগুড়া প্রতিনিধি আরও জানান, জেলার নন্দীগ্রামে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া গরু চুরি মামলায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ জুন) ভোরে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ৫ হাজার টাকার জন্য বগুড়ার শেরপুরে চকখানপুর এলাকায় অটোচালক টুটুল (১৬) খুন হয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় একটি মামলা হয়। সেই হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। শনিবার দুপুরে শেরপুর থানা পুলিশ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

আমাদের জয়পুরহাট প্রতিনিধি চম্পক কুমার জানিয়েছেন, জেলায় খ্যাতিমান সাংবাদিক কামাল লোহানীর ৮৮তম জন্মদিন উদযাপন হয়েছে। শনিবার (২৬ জুন) বিকেলে জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের সাংস্কৃতিক ভবনে এ নিয়ে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।

জয়পুরহাট প্রতিনিধি আরও জানান, আব্দুস সালাম মন্ডল (৬৫) জয়পুরহাট সদর উপজেলার জামালপুর বাজারে দুধ বিক্রি করে সাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। পথে কিশোরীর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে আব্দুস সালাম সাইকেল থেকে নিচে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি শুভ কুমার ঘোষ জানিয়েছেন, জেলার কিশোর-কিশোরীদের করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরের দিকে সদর উপজেলার মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়ে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এগুলো বিতরণ করেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি আরও জানান, সরকারি নির্দেশনা অমান্য করে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মৈষামুড়া এলাকায় সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেন নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আর্থিক জরিমানা করা হয়েছে।

আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম জানান, বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার সকালে গোমস্তাপুর উপজেলার রহনপুুর পৌর এলাকার ধুলাউড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক রহনপুর ইউনিয়নের বংপুর-হিন্দুপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে আফসার আলী (৪৮)।

এসপি