আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ আসনে দলটির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত মনোনয়নপত্রের মাধ্যমে ডা. মাহমুদা আলম মিতুকে ঝালকাঠি-১ (১২৫) আসনের জন্য চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়। এর আগে গত ১০ ডিসেম্বর তাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল।

ডা. মাহমুদা মিতুর বাবার বাড়ি ঝালকাঠি-১ আসনের কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়ার দক্ষিণ কৈখালী গ্রামে। তার দাদা আমজাদ হোসেন তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। শৈশব থেকেই তিনি এই এলাকার মানুষের সেবা করার স্বপ্ন লালন করে আসছেন।

ডা. মাহমুদা আলম মিতুর শৈশব, কৈশোর ও শিক্ষাজীবনের একটি বড় অংশ কেটেছে বরিশাল ও ঝালকাঠির কাঁঠালিয়ায়। তিনি কাঁঠালিয়ার শৌলজালিয়া হাই স্কুলে পড়াশোনা করে অষ্টম শ্রেণিতে বৃত্তি লাভ করেন। পরে বেতাগী ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য ঢাকায় গিয়ে গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজে ভর্তি হন। দুই সন্তানের মা হয়েও পড়াশোনার চাপ সামলে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

মনোনয়ন পাওয়ার আগ থেকেই তিনি ঝালকাঠি-১ এলাকায় তরুণদের কর্মসংস্থান, নারীর নিরাপত্তা, শিক্ষার মানোন্নয়ন এবং গ্রামীণ স্বাস্থ্যসেবাকে কেন্দ্র করে একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করে আসছেন বলে জানান ডা. মিতু। তিনি আরও জানান, চিকিৎসক হিসেবে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রত্যন্ত অঞ্চলে মাতৃস্বাস্থ্যসেবা, জরুরি চিকিৎসাসেবা এবং কমিউনিটি হেলথ সেন্টারকে শক্তিশালী করার লক্ষ্য নিয়েছেন তিনি। পাশাপাশি সামাজিক নিরাপত্তা জোরদার, সড়ক যোগাযোগ উন্নয়ন এবং স্থানীয় উদ্যোক্তাদের সহায়তাকেও তিনি গুরুত্ব দিচ্ছেন।

রাজনীতিতে আসা তার জন্য কোনো পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত ছিল না বলে জানান ডা. মিতু। সমাজসেবামূলক সংগঠন ‘কেয়ার অব মিতু’-এর মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। এনসিপির নেতাদের আহ্বানে সাড়া দিয়ে তিনি রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।

ডা. মিতু বলেন, শৈশবের স্বপ্ন, পারিবারিক অনুপ্রেরণা, চিকিৎসা পেশার মানবিকতা এবং জুলাই আন্দোলনের অভিজ্ঞতা সবকিছু মিলিয়েই আমাকে এই সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করেছে। ঝালকাঠি-১ আসনকে একটি সুস্থ, শিক্ষিত ও নিরাপদ মানবিক এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।

জাতীয় নাগরিক পার্টির ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না বলেন, ডা. মাহমুদা আলম মিতুর রয়েছে সুস্পষ্ট কর্মপরিকল্পনা, সমৃদ্ধ সামাজিক কর্মকাণ্ড এবং একজন মানবিক চিকিৎসক হিসেবে পরিচিতি। জনপ্রতিনিধির পাশাপাশি একজন চিকিৎসক হিসেবেও জনগণের সেবা দেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে তার।

শাহীন আলম/এআরবি