আজিজুল বারী হেলাল
প্রশাসনকে নিরপেক্ষতার চূড়ান্ত দৃষ্টান্ত দেখাতে হবে
খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, জেলার ৬টি আসনে নির্বাচনী উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখানে সবচেয়ে বেশি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার চূড়ান্ত দৃষ্টান্ত দেখাতে হবে। বর্তমান প্রেক্ষাপটে সামাজিক সমস্যা, সামাজিক বিশৃঙ্খলা, অস্থিরতা চলছেই। এখানে কোনো রাজনৈতিক বিশৃঙ্খলা বা রাজনৈতিক অস্থিরতা নেই। সামাজিক বিশৃঙ্খলা প্রশাসনকে কঠোর হাতে দমন করতে হবে।
প্রত্যেকটি রাজনৈতিক দলকে এ ব্যাপারে সতর্ক এবং মোকাবিলা করার আহ্বান জানান তিনি। যারা সামাজিক বিশৃঙ্খলা করছে তাদের মোকাবিলা করার জন্য প্রশাসনকে এগিয়ে আসতে হবে।
বিজ্ঞাপন
সোমবার (২৯ ডিসেম্বর) খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আজিজুল বারী হেলাল বলেন, এ নির্বাচনে দুটি ব্যালট থাকবে। একটি গণভোট, অপরটি জাতীয় নির্বাচনের জন্য। আমি ব্যক্তিগতভাবে বলব জনগণকে গণভোট দিতে এবং যোগ্য ও পছন্দের প্রার্থীকে ভোট দিতে। এজন্য যেন কেউ রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিকভাবে বাধা না দিতে পারে।
বিজ্ঞাপন
তিনি বলেন, গত ১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। মানুষকে আমরা উৎসাহিত ও অনুপ্রাণিত করছি যে, আপনারা নিজেদের ভোট দিয়ে পছন্দের লোককে নেতা বানাবেন। এটা আমাদের মূল বার্তা। ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা হলো- গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, এবং নির্বাচন হলো গণতন্ত্রের পূর্বশর্ত। আমাদের খুলনা অঞ্চলের মানুষ দলমত নির্বিশেষে সবাই নির্বাচনমুখী। এখানে রাজনৈতিক সম্প্রীতি ও সৌহার্দ্য সবচেয়ে বেশি প্রতিফলিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কার্যক্রম ভালোভাবে পরিচালনা করছে।
সমস্ত রাজনৈতিক দল, সমস্ত পেশাজীবী সংগঠন ও প্রশাসনের কাছে এই নির্বাচনী প্রক্রিয়ায় যেন সবাই অবাধে অংশ নিতে পারে- সে জন্য সকলকে আহ্বান জানান বিএনপির এই নেতা।
তিনি বলেন, জনগণ যেন যোগ্য প্রার্থীকে ভোট দেয়- এ জন্য সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কোনো বাধা যেন কেউ না দেয়। আমি বিশ্বাস করি, খুলনা জেলায় একটি উৎসবমুখর ও সম্প্রীতির পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মোহাম্মদ মিলন/এমএসএ