সাবেক আ. লীগ নেতার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে এসে ২ জন গ্রেপ্তার
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী সেলিমের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ সময় তার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে আসা দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাদের বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিজ্ঞাপন
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিনের কাছে সৈয়দ রাজ্জাক আলী সেলিমের মনোনয়নপত্র দাখিল করা হয়। মনোনয়নপত্র জমা দিতে তার পক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন প্রার্থীর স্ত্রীসহ আরও দুইজন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের তোপের মুখে প্রার্থীর স্ত্রীকে জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্পডেস্কে প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ থাকতে হয়।
বিষয়টি নিয়ে উপস্থিত সাংবাদিকরা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তিনি অবগত নন। পরে তিনি পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ সুপারও এ বিষয়ে কিছু জানেন না বলে রিটার্নিং কর্মকর্তাকে জানান। এরপর পুলিশ সদস্যরা প্রার্থীর স্ত্রীকে পুলিশ লাইনের সামনের অংশ পর্যন্ত নিয়ে গিয়ে একটি গাড়িতে করে বরিশালের উদ্দেশে ঝালকাঠি ত্যাগ করান।
বিজ্ঞাপন
এদিকে একই সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সৈয়দ রাজ্জাক আলী সেলিম স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর থানা-পুলিশ সাদাফ হোসেন (৩৫) ও মাকসুদুর রহমান (৪৩) নামের দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা নম্বর-০১, তারিখ ১ সেপ্টেম্বর ২০২৪ অনুযায়ী বিস্ফোরক উপাদানবলি আইন, ১৯০৮ (২০০২ সালের সংশোধনী)-এর ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার সাদাফ হোসেন নাসির উদ্দিনের ছেলে। তার বাড়ি ঢাকা মহানগরীর মিরপুর থানাধীন পল্লবী এলাকায়। অপর গ্রেপ্তার মাকসুদুর রহমান মৃত সরাফত আলীর ছেলে। তার বাড়ি ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন ইস্ট গোরান এলাকায়।
গ্রেপ্তারের বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে তাদের আটক করা হয়নি। পূর্বের একটি রাজনৈতিক মামলার প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিম ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। পুলিশ জানায়, আটক দুইজনের কোনো দলীয় পদ-পদবি না থাকলেও মাকসুদুর রহমান তার ভাগনে জামাই এবং সাদাফ হোসেন তার সম্পর্কে ভায়রার ছেলে।
মো. শাহীন আলম/এএমকে