নোয়াখালীতে লকডাউন অমান্য করায় ৫২ মামলা
লকডাউনের ভেতর বিধি অমান্য করে বাইরে বের হওয়ার অপরাধে নোয়াখালীতে ৫২টি মামলা করে ৪৭ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান।
বিজ্ঞাপন
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৯ টিম অভিযান চালিয়ে ৫২ মামলায় ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
বিজ্ঞাপন
নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান ঢাকা পোস্টকে বলেন, করোনার সংক্রমণ রোধ করতে জেলা প্রশাসন তৎপর রয়েছে। বেশিরভাগ মানুষই স্বাস্থ্যবিধি মানছে না। করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
হাসিব আল আমিন/এনএফ