সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ঘিরে যানবাহনের কোনো বাড়তি চাপ নেই দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলায় যাতায়াতের একমাত্র প্রধান সড়ক ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ও পদ্মা সেতুর উভয় প্রান্তের টোল প্লাজা এলাকায়। 

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে পদ্মা সেতুর জাজিরা ও মাওয়া প্রান্তের ট্রোল প্লাজা এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় যানবাহন শূন্য ছিল সেতুর উভয় প্রান্তের ১৭টি টোলবুথ। 

এ সময় থেমে থেমে কিছু যানবাহন আসতে দেখা গেলেও ছিল না যাত্রীবাহী বাস কিংবা ব্যক্তিগত যানবাহনের কোন বাড়তি চাপ। তবে সেতুর দুই প্রান্ত দিয়েই পণ্য বোঝাই ট্রাক সহ অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে স্বাভাবিকভাবে। 

বিভিন্ন যানবাহন চালক ও সেতু সংশ্লিষ্টরা জানান, বুধবার এক্সপ্রেসওয়েতে ও পদ্মা সেতুতে স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা কম ছিল যানবাহনের চাপ। এতে ফাঁকা মহাসড়ক এবং সেতুতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন যাত্রীরা। 

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বলেন, গত ২৪ ঘণ্টায় সেতুর শরীয়তপুরের জাজিরা ও মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পারাপার হয়েছে ২০ হাজার ৪১টি যানবাহন। এতে সেতুর উভয় প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার ৭০০ টাকা। 

এর মধ্যে সেতুর শরীয়তপুরের জাাজিরা প্রান্তের টোল প্লাজায় ১ কোটি ৩৪ লাখ ৬৫ হাজার ৭৫০ টাকা টোল আদায় হয়েছে বিভিন্ন যানবাহন থেকে। এছাড়া জাজিরা প্রান্ত থেকে মাওয়ামুখী যানবাহন পারাপার হয়েছে ১০ হাজার ৪২৪টি। 

অন্যদিকে সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে বিভিন্ন যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৯৫০ টাকা। এ সময় মাওয়া থেকে সেতুর জাজিরামুখী প্রান্তে যানবাহন পারাপার হয়েছে ৯ হাজার ৬১৭টি। 

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বলেন, সাবেক প্রধানমন্ত্রীর জানাজা ঘিরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহনের কোনো বাড়তি চাপ তৈরি হয়নি পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকায়। এছাড়া তেমন যানবাহনের কোনো চাপ নেই সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজাতেও। 

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে তিনদিনের রাষ্ট্রীয় শোক। যা শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত তা পালন করা হবে। ফলে রাজধানী থেকে মাওয়ামুখী যানবাহনের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে।

তবে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে সেতুর উভয় প্রান্তে যানবাহনের তেমন কোনো বাড়তি চাপ তৈরি হয়নি। ফলে সেতুতে নির্বিঘ্নে স্বাভাবিকভাবেই চলছে সব ধরনের যানবাহন পারাপার। এছাড়া সেতুর দুই প্রান্তেই অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। 

ব. ম শামীম/আরকে