রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রী লামিসা নওরীন পুষ্পিতা (২১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি জুলাই-৩৬ হলের অনাবাসিক শিক্ষার্থী ছিলেন।  

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর বিনোদপুর বাজারের বেতার মাঠের লেবুবাগান এলাকার বাদশা মেছে গলায় ফাঁস দেন লামিসা। সহপাঠীরা টের পেয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিক অবস্থায় মৃত্যুর কারণ জানা যায়নি। 

জানা গেছে, বিকেলে মেসে নিজ রুমে আত্মহত্যার প্রচেষ্টা করলে পাশের রুমের ছাত্রীরা টের পান। ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামিয়ে দ্রুত রামেক হাসপাতালে নিলে তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মরদেহ রামেক হাসপাতালে মর্গে রয়েছে। তার বাড়ি ঝিনাইদহে। তার বাবার নাম কুদরত উল্লাহ বিপ্লব। 

এ বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, রাবির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তার বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা রওনা হয়েছেন। প্রাথমিক অবস্থায় তার মৃত্যুর কারণ জানা যায়নি। 

তিনি বলেন, পরিবার এলে মরদেহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে থানায় মামলা হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শাহিনুল আশিক/আরএআর