ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও ১-৯ নং ওয়ার্ড সিটি আংশিক) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্বের তথ্য হলফনামায় অসম্পূর্ণ থাকায় তার মনোনয়নপত্র বাছাইয়ে অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত দাখিলকৃত মনোনয়ন বাছাইয়ের প্রথম দিনে রংপুর-১ ও রংপুর-২ আসনে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে থেকে শুরু হওয়া যাচাই-বাছাইয়ে জেলা নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার, দুদক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গঙ্গাচড়া ও রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নং ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর-১ আসনটিতে এবার বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, এনসিপিসহ বিভিন্ন দলের ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে ৮ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় বাদ পড়েছেন সদ্য জাতীয় পার্টিতে যোগ দেওয়া ব্যারিস্টার মঞ্জুম আলী।

রংপুর-১ আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী আহসানুল আরেফিন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আনাস, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মমিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মোকাররম হোসেন সুজন, গণঅধিকার পরিষদের হানিফ খান সজিব ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আল মামুন।  

অপরদিকে রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির আনিছুল ইসলাম মণ্ডল, জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মো. আজিজুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আশরাফ আলী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এদিকে প্রার্থিতা বাতিল হওয়ায় ব্যারিস্টার মঞ্জুম আলী সাংবাদিকদের বলেন, রিটার্নিং কর্মকর্তার নির্দেশিকা মোতাবেক সব কিছু আমি দাখিল করেছি। হলফনামায় দ্বৈত নাগরিকের যে তথ্য দেওয়া আছে, শুধুমাত্র অসাবধানতাবসত ওই তথ্যে নাগরিক হওয়ার তারিখের ঘরটিতে টিক চিহ্ন দেওয়া হয়নি। যার ফলে তথ্যে অসম্পূর্ণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা আজ আমার প্রার্থিতা বাতিল করেছেন। এটি ছোটখাট ত্রুটি, যা তাৎক্ষণিক সংশোধনের সুযোগ ছিল। প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতের দারস্ত হওয়ার কথাও জানান ব্যারিস্টার মঞ্জুম আলী। 

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে দাঁড়িপাল্লার ভূমিধস জয় হবে। মানুষ ভোট দিতে মুখিয়ে আছে। আল্লাহ চাইলে এবার জনগণের রায় জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে পরিবর্তিত নতুন বাংলাদেশের পক্ষে যাবে। 

রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান জানান, জেলার ছয়টি আসনের মধ্যে আজ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুর-১ আসনে দাখিলকৃত প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। ৯ প্রার্থীর মধ্যে ৮ জনকেই চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। একজন প্রার্থীর দ্বৈত নাগরিকের তথ্য অসম্পূর্ণ থাকায় বিধি মোতাবেক তার প্রার্থিতা বাতিল করা হয়। আদালতে আপিলের মাধ্যমে ওই প্রার্থীর বিষয়টি সংশোধন করার সুযোগ আছে বলেও জানান তিনি।

একই সময়ে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আচারণবিধি লঙ্ঘন হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের কথাও জানান জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান।

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর