জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ত্রয়োদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে নির্বাচন করছেন। তিনি এই আসনে শাপলা কলি প্রতীকে লড়বেন।  শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে হান্নান মাসউদ নিজেই জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের নিকট হলফনামাসহ মনোনয়ন ফরম জমা দিয়েছেন।  

হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, হান্নান মাসউদের পেশা ব্যবসা এবং সেখান থেকে তার বার্ষিক আয় ৬ লাখ টাকা। তার হাতে নগদ অর্থ রয়েছে ৩৫ লাখ ৮৩ হাজার ৪৭৫ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ মাত্র ২ হাজার ৫৫ টাকা। এছাড়া বন্ড, ঋণপত্র ও শেয়ারবাজারে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে তার বিনিয়োগ রয়েছে ১ লাখ টাকা।

স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরে নির্মিত অলঙ্কারাদির মূল্য দেখানো হয়েছে ৮ লাখ টাকা। আসবাবপত্রের মূল্য ১ লাখ টাকা এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্যও ১ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

হলফনামার তথ্যে আরও জানা যায়, তার নামে কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট বা ভবন নেই এবং তার কোনো আগ্নেয়াস্ত্রও নেই। একই সঙ্গে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলাও নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রীর নাম শ্যামলী সুলতানা জেদনী, যিনি পেশায় শিক্ষার্থী। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে আব্দুল হান্নান মাসউদ এইচএসসি (আলিম) পাসের কথা উল্লেখ করেছেন।

২০২৫–২০২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, তার মোট আয় দেখানো হয়েছে ৬ লাখ টাকা। আয়কর বিবরণীতে তার মোট সম্পদের মূল্য উল্লেখ করা হয়েছে ৯৮ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকা। এর বিপরীতে তিনি ২০ হাজার টাকা আয়কর পরিশোধ করেছেন।

জানা গেছে, নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে এবারের নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামী থেকে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আবদুল হান্নান মাসউদ, বিএনপি থেকে মো. মাহবুবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মোহাম্মদ ফজলুল আজিম, শামীমা আজিম, তানভীর উদ্দিন রাজিব, মুহাম্মদ নুরুল আমীন। এ ছাড়াও জাতীয় পার্টি (জাপা) থেকে এ. টি. এম নবী উল্যাহ, নাছিম উদ্দিন মো. বায়েজীদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মোহাম্মদ আবদুল মোতালেব, গণঅধিকার পরিষদের মোহাম্মদ আজহার উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মোহাম্মদ আবুল হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক মনোনয়নপত্র দাখিল করেছেন। 

নোয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, নোয়াখালীর ছয়টি আসনে ৮৮ জন হলফনামাসহ মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৬২ জন প্রার্থী। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

হাসিব আল আমিন/আরএআর