খালেদা জিয়ার জানাজায় গিয়ে মৃত্যু
নিরবের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মৃত্যুবরণ করা পটুয়াখালীর নিরব হোসেনের পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের স্কুল মাঠে নিহত নিরব হোসেনের জানাজার শেষে এ ঘোষণা দেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
জানাজার পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, নিরব হোসেনের মর্মান্তিক মৃত্যুর খবর শুনে তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন এবং ফোন করে নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
এ সময় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও জামায়াত মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিহত নিরব হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর মোহাম্মদপুরে পরিবারসহ একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি দুই সন্তানের জনক। তার মেয়ে নাফিজা জাহান নওরিন (১৪) নবম শ্রেণিতে এবং ছেলে তাহসিন আল নাহিয়ান (১৫) দশম শ্রেণিতে অধ্যয়নরত।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা যায়, নিরব হোসেন বিএনপির রাজনীতিকে অত্যন্ত ভালোবাসতেন এবং দলের একজন সক্রিয় সমর্থক ছিলেন। গত বুধবার বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে অতিরিক্ত ভিড়ের মধ্যে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে পদদলিত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, নিরব হোসেনের মৃত্যুর খবর পেয়ে তারেক রহমান ফোন করে বলেছেন- এই পরিবারটির পাশে দাঁড়াতে হবে। নিরবের ছেলে তাহসিনের চিকিৎসার জন্য দেশে কিংবা বিদেশে যা কিছু প্রয়োজন, তা করা হবে। পরিবারের কেউ কর্মক্ষম থাকলে তার কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। বিএনপি সব সময় এই শোকাহত পরিবারের পাশে থাকবে।
আরএআর