বিএনপি থেকে বহিষ্কারের পর প্রথম প্রকাশ্য সমাবেশে প্রয়াত নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া পড়িয়েছেন বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি দোয়া পরিচালনা করেন এবং নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় এক নম্বর ওয়ার্ডের সমাবেশে দাঁড়িয়ে রুমিন ফারহানা বলেন, আমি দল ছেড়ে যাইনি, এলাকার মানুষকেও ছাড়িনি। দেশনেত্রী খালেদা জিয়া আমার ওপর লড়াইয়ের যে দায়িত্ব দিয়ে গেছেন, সেটা শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করব। 

তিনি আরও উল্লেখ করেন, নেত্রীর লাশ দাফন না করেই আমার বিরুদ্ধে বহিষ্কারাদেশ এলো। আমার প্রতি কোনো অন্যায় হয়ে থাকলে, তার বিচার আল্লাহর কাছেই সোপর্দ করলাম।

তিনি আরও বলেন, স্থানীয়দের সাথে মতবিনিময়ে আমি নেত্রীর জন্য দোয়া পড়তে বলেছি, নিজেও পড়েছি। এটা আমার শ্রদ্ধার্ঘ্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক নিয়ে লড়াই করবেন। তার ভাষ্যমতে, হাঁস শুধু প্রতীক নয়, এটি আমার নিজস্ব রাজনৈতিক পরিচয়েরও অংশ।

গত মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কমিটি দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়নপত্র জমা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার চার নেতাকে বহিষ্কার করে। তাদের মধ্যে রুমিন ফারহানার নাম উল্লেখযোগ্য। এর আগে দল জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিবকে এই আসনের প্রার্থী মনোনীত করেছিল।

মাজহারুল করিম অভি/এমএএস