ঘন কুয়াশায় ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেলের দুই আরোহীর
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঘন কুয়াশার মধ্যে দ্রুতগতির ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন— গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালিয়া মাগুড়া গ্রামের আবুল হোসেনের ছেলে জনি (৩৯) ও নাকাই ইউনিয়নের মালিনীপাড়া এলাকার সিদ্দিকুর রহমান (৪০)।
স্থানীয়রা জানান, একই মোটরসাইকেলে তিন আরোহী বগুড়ার দিক থেকে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে আসছিলেন। পথে ফাঁসিতলা এলাকার ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে মালবোঝাই একটি ট্রাক ঘন কুয়াশার মধ্যে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক জনিসহ দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন শরিফুল ইসলাম নামে মোটরসাইকেলের আরও এক আরোহী। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিজ্ঞাপন
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘন কুয়াশার মধ্যে দ্রুতগতির একটি ট্রাকচাপায় ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রিপন আকন্দ/এমজে