খুলনা-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে যাচাই-বাছাইয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ) খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ১০ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর ১৩ প্রার্থী মনোনয়ন জমা দেন। বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার।
বিজ্ঞাপন
যাচাই-বাছাই পর্বে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- খুলনা-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জিএম রোকনুজ্জামান। তার প্রস্তাবকারী অন্য এলাকার ভোটার হওয়ায় প্রার্থিতা বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার স্বাক্ষর জালিয়াতির কারণে এবং একই অভিযোগে স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডলের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
বৈধ ঘোষণা হওয়া ১০ প্রার্থী হলেন- ইসলামী আন্দোলনের মো. আবু সাঈদ, বিএনপির আমির এজাজ খান, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, বাংলাদেশ খেলাফত মজলিশ ফিরোজুল ইসলাম, জেএসডি'র প্রসেনজিৎ দত্ত, বাংলাদেশ মাইনোরিটি জাতীয় পার্টি প্রবীর গোপাল রায়, বাংলাদেশ সমঅধিকার পরিষদের সুব্রত মন্ডল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায়, জাতীয় পার্টির সুনীল শুভ রায় ও ইসলামী ফ্রন্টের মো. জাহাঙ্গীর হোসেন।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার ঢাকা পোস্টকে বলেন, খুলনা-১ আসনে ১৩ জনের মনোনয়নপত্র জমা পড়েছিল। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আর ১০ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
মোহাম্মদ মিলন/আরএআর