দেশের বেশ কিছু গণমাধ্যমে আজ শনিবার (৩ জানুয়ারি) সিরাজগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস এমন সংবাদ প্রচারিত হচ্ছে। তবে এ তথ্য সঠিক নয় বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের তাড়াশ পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

তিনি বলেন, আজ শনিবার (৩ জানুয়ারি) সিরাজগঞ্জে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোনো রেকর্ড নেই। সকাল ৬টা ও সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে পাবনার ঈশ্বরদী, রাজশাহী ও নওগাঁর বদলগাছীতে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। সে ক্ষেত্রে সিরাজগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার কোনো সুযোগ নেই।

অন্যদিকে জেলার বাঘাবাড়ি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ঢাকা পোস্টকে বলেন, আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া সকাল ৬টায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তীব্র শীত ও কুয়াশায় সাধারণ মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সকালের কুয়াশায় যানবাহন চলাচল করছে ধীরগতিতে, আর বাতাসের কারণে মানুষজন আরও ভোগান্তিতে পড়ছেন।

নাজমুল হাসান/এআরবি