ড. ফয়জুল হক ও ডা. মাহমুদা আলম মিতু। ফাইল ছবি

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা. মাহমুদা আলম মিতু এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনে জমা পড়া মোট ২৫টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও ৯ জনের মনোনয়ন বাতিল হয়েছে।‎

‎শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

‎ঝালকাঠি-১ আসনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

‎মনোনয়ন বৈধ হওয়ার প্রতিক্রিয়ায় ডা. মাহমুদা মিতু বলেন, ‎আমি এই এলাকার সন্তান। চিকিৎসক হিসেবে দীর্ঘদিন মানুষের পাশে দাঁড়িয়েছি। রাজনীতির মাধ্যমেও মানুষের মৌলিক অধিকার, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই। যাচাই-বাছাই শেষে বৈধতা পাওয়ায় আমি কৃতজ্ঞ।

‎তিনি জানান, নির্বাচিত হলে প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা জোরদার, মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নকে অগ্রাধিকার দেবেন।

‎একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হকের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়। তিনি ইতোমধ্যে দলটির চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন।

‎মনোনয়ন বৈধ ঘোষণার পর ড. ফয়জুল হক বলেন, মানুষ সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত প্রশাসন চায়। আমি বিশ্বাস করি, এই আসনের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবে। নির্বাচিত হই বা না হই, মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই কাজ করে যাব।

‎তিনি আরও বলেন, রাজাপুর–কাঁঠালিয়া এলাকাকে উন্নয়ন ও নৈতিক রাজনীতির একটি মডেল হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য।‎

‎ঝালকাঠি-১ আসনে বৈধ ঘোষিত অন্যান্য প্রার্থীরা হলেন—‎বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ইসলামী আন্দোলনের ইব্রাহীম আল হাদী, জাতীয় পার্টি (জাপা) এনামুল ইসলাম রুবেল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সোহরাব হোসেন, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার, জাতীয় পার্টি (জাপা) মাহিবুল ইসলাম মাহিম এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী সাব্বির আহমেদ।

‎ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর–নলছিটি) আসনে যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—‎বিএনপির দলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিম, ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী, আমার বাংলাদেশের (এবি পার্টি) শেখ জামাল হোসেন, এনসিপির ফোরকান হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মাসুদ পারভেজ এবং গণঅধিকার পরিষদের মো. মাহমুদুল ইসলাম সাগর।

যাচাই-বাছাইয়ে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে মোট ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে লেবার পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান ইরানের মনোনয়ন বাতিল করা হয় স্বাক্ষর না থাকায়। স্বতন্ত্র প্রার্থী (বিএনপি সমর্থক) গোলাম আজম সৈকতের মনোনয়ন বাতিল হয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিলের কারণে। স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) মঈন আলম ফিরোজীর মনোনয়ন বাতিল করা হয় মৃত ব্যক্তির স্বাক্ষর সংযুক্ত থাকায়। এ ছাড়া, গণঅধিকার পরিষদের প্রার্থী শাহাদাত হোসেনের মনোনয়ন বাতিল হয় শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল না করায়, স্বতন্ত্র প্রার্থী (বিএনপি নেতা) কর্নেল মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বাতিল করা হয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল ও ঋণ পরিশোধ না করায় এবং জাতীয় পার্টির (জাপা) প্রার্থী কামরুজ্জামান খানের মনোনয়ন বাতিল করা হয় দলের মনোনয়নপত্রের মূল কপি দাখিল না করায়।

ঝালকাঠি-২ আসনে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী এম এ কুদ্দুস খানের মনোনয়ন বাতিল করা হয় ঋণ পরিশোধ না করায়। স্বতন্ত্র প্রার্থী মো. নুরুদ্দীন সরদারের মনোনয়ন বাতিল হয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিলের কারণে এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলীর মনোনয়ন বাতিল করা হয় আয়কর বকেয়া থাকায়।

‎মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, ঝালকাঠি-১ আসনে ৬ জন এবং ঝালকাঠি-২ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

মো. শাহীন আলম/এএমকে