ফেনী-১ আসন
খালেদা জিয়ার মনোনয়নপত্র স্থগিত, বিএনপির বিকল্প প্রার্থীসহ বৈধ ৬
ফাইল ফটো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল ও সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকালে নিজ কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক।
বিজ্ঞাপন
রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, ফেনী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন। এর মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল ও সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এতে আয়কর রিটার্নের তথ্য দাখিল না করায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ নাজমুল আলম, ভূমি উন্নয়ন কর না দেওয়ায় বাংলাদেশ কংগ্রেসের মো. ফিরোজ উদ্দিন ভূঁইয়া ও স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ভূঁইয়ার এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক দলীয় প্রার্থী রফিকুল আলম মজনু, ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী গোলাম কিবরিয়া, জামায়াতে ইসলামীর এস এম কামাল উদ্দিন, জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী, গণমুক্তি জোটের মাহবুব মোর্শেদ মজুমদার ও বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে আনোয়ার উল্ল্যাহ ভূঞা।
বিজ্ঞাপন
ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফেনী-১ আসনে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছিল। তার মধ্যে যাচাই-বাছাই শেষে একজনের স্থগিত, ৩ জনের বাতিল ও ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনের প্রার্থী হিসেবে গত ২৯ ডিসেম্বর তার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন নেতাকর্মী।
তারেক চৌধুরী/আরকে