নোয়াখালীর জেলা শহরে লাইসেন্স ছাড়া প্রাণী খাদ্য বিক্রি করায় এক নারী ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ জানুয়ারি) দুপুরে শহরের নাপিতের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর। এ সময় প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নাসিমা আলম জুমী নামের এক উদ্যোক্তা দীর্ঘদিন ধরে প্রাণিসম্পদ অফিসের অনুমতি ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই প্রাণী খাদ্য বিক্রি করে আসছিলেন। রোববার দুপুরে সরেজমিনে পরিদর্শনে গিয়ে তার কাছে বৈধ লাইসেন্স না পাওয়ায় মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০-এর ৪ ধারায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত নাসিমা আলম জুমী ঢাকা পোস্টকে বলেন, আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত প্রাণিদের বিনামূল্যে সেবা দিয়ে আসছি এবং নিয়মিত রেসকিউ কার্যক্রম চালাই। তবে প্রাণি খাদ্য বিক্রির জন্য লাইসেন্স প্রয়োজন—এ বিষয়টি আমার জানা ছিল না। আমরা খুব দ্রুত লাইসেন্স গ্রহণ করব।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর ঢাকা পোস্টকে বলেন, একজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন ধরে প্রাণী খাদ্যের দোকান পরিচালনা করছিলেন। সরেজমিনে গিয়ে লাইসেন্স না পাওয়ায় তাকে সতর্কতার পাশাপাশি আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। লাইসেন্স ছাড়া এ ধরনের ব্যবসা পরিচালনা জনস্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাসলীমা ফেরদৌসী, ভেটেরিনারি সার্জন ডা. মো. বদিউল আলমসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হাসিব আল আমিন/আরকে