ভিপি জয়নালের সম্পদ পৌনে ১০ কোটি, রয়েছে আগ্নেয়াস্ত্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনের প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও দলীয় প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক।
বিজ্ঞাপন
অধ্যাপক জয়নাল আবেদিনের মোট সম্পদ রয়েছে ৯ কোটি ৮০ লাখ ৯২ হাজার ৩০৩ টাকা ও বার্ষিক আয় ২০ লাখ ৪০ হাজার ২৩৬ টাকা।
হলফনামার তথ্য অনুযায়ী, অধ্যাপক জয়নাল আবেদিনের আয়ের প্রধান উৎস গৃহ সম্পত্তি ও কৃষি। তার বার্ষিক আয়ের মধ্যে কৃষি খাত থেকে ২ লাখ ৯৫ হাজার ৬৮৪ টাকা। বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থানসহ অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে ভাড়া ১৪ লাখ ৭৯ হাজার ৫৫২ ও অন্যান্য উৎস থেকে ২ লাখ ৬৫ হাজার টাকা রয়েছে।
বিজ্ঞাপন
তার মোট অস্থাবর সম্পদ রয়েছে ৩ কোটি ২৯ লাখ ১৬ হাজার ৩৫৮ টাকা। তার মধ্যে নগদ ১ কোটি ৮০ লাখ ৮৫ হাজার ৪৬৬ টাকা, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৬ লাখ ৭৫ হাজার ১৯২ টাকা, একটি গাড়ি ৪৩ লাখ ৯৩ হাজার ৮৬১ টাকা, ২২ দশমিক ৮৭ তোলা স্বর্ণালংকার ২৭ হাজার ৪৪৪ টাকা, ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্র ৪২ লাখ ১৮ হাজার ৩৩৫ টাকা এবং আগ্নেয়াস্ত্র ৩০ হাজার টাকা।
অধ্যাপক জয়নাল আবেদিনের স্থাবর সম্পদ রয়েছে ৬ কোটি ৫১ লাখ ৭৫ হাজার ৯৪৫ টাকা। তার মধ্যে ৫১১ দশমিক ৩ শতাংশের কৃষিজমি ১০ লাখ টাকা, ২৬৫ দশমিক ৫৩৬ শতাংশের অকৃষি জমি ৬৪ লাখ ৩৭ হাজার ১২৬ টাকা, একটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ৪ কোটি ১২ লাখ ৩৭ হাজার ৭৩৩ টাকা, ফেনীতে একটি বাড়ি, বৈঠকখানা ও ঢাকায় একটি অ্যাপার্টমেন্ট ৫৬ লাখ ৩৮ হাজার ৪২৮ টাকা।
হলফনামায় ভিপি জয়নাল ৬ কোটি ৪১ লাখ ৮০০ হাজার টাকা দেনার তথ্য উল্লেখ করেছেন। তার মধ্যে ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকা ও ব্যক্তি থেকে অগ্রিম ৯৯ লাখ টাকা ঋণ রয়েছে।
তার স্ত্রী গৃহিণী শাহানা আক্তারের কৃষিখাত থেকে বার্ষিক আয় ৫৩ হাজার ৫২৬ টাকা। এ ছাড়া, তার ৪ লাখ ২৩১ টাকার অস্থাবর ও ৮ লাখ ৪ হাজার টাকার স্থাবর সম্পত্তি রয়েছে।
হলফনামায় অধ্যাপক জয়নাল আবেদিন সর্বশেষ ৪টি ফৌজদারি মামলার তথ্য উল্লেখ করেছেন, যেগুলো চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়েছে। এ ছাড়া, ইতিপূর্বে বিভিন্ন অভিযোগে আরও ১০টি মামলার তথ্য উল্লেখ করা হয়েছে। এ মামলাগুলোতে তাকে খালাস, প্রত্যাহার ও অব্যাহতি দেওয়া হয়েছে।
অধ্যাপক জয়নাল আবেদিন ফেনী-২ আসন থেকে ১৯৮৮ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), একই আসন থেকে ২০০১ ও ২০০৮ সালে জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৪৮ সালে ১ মে জন্মগ্রহণ করেন। তার স্থায়ী ও বর্তমান ঠিকানা ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফলেশ্বর এলাকা উল্লেখ করা হয়েছে। তার বাবার নাম মৃত চান মিয়া ও মাতা মৃত ওজিবেন্নেসা। মুক্তিযুদ্ধকালীন তিনি ফেনী কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন।
তারেক চৌধুরী/এএমকে