তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
বিজ্ঞাপন
বিদ্যালয়ে অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াড-২০২৫-এ মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার দেওয়া হয়। এছাড়া ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধা তালিকায় শীর্ষস্থান অর্জনকারীদের মধ্যে প্রতি ক্লাস থেকে তিনজন করে মোট ১৫ জনকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিয়াজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাত হোসেন মিয়াজী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়ত করেন ধর্মীয় শিক্ষক বোরহান উদ্দিন।
বিজ্ঞাপন
বক্তব্যে শাহাদাত হোসেন মিয়াজী বলেন, তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়টি আমাদের সবার। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি বেশ সন্তোষজনক ফলাফল নিয়ে উপজেলা ও জেলার শীর্ষে অবস্থান করছে। আশা করি ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে।
শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে খোঁজখবর নেবেন, আপনার সন্তান বিদ্যালয়ে আসল নাকি অন্য কোথাও গেল। বিষয়টি আপনাকেই নজরদারিতে রাখতে হবে।
তিনি আরও বলেন, তাহলে ক্লাসের পাঠদান ও ভালো রেজাল্ট নিশ্চিত হবে। বিদ্যাঙ্গনের পড়ালেখার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্ঠায় এগিয়ে যেতে হবে তবেই সবার জন্য কল্যাণ হবে। আর অর্থের জন্য যদি কোনো শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হয়ে যায় তাহলে তাদের পাশে আমি পূর্বে ছিলাম। এখনও আছি, ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ফরম ফিলাপের জন্য স্কুলের সর্বোচ্চ নাম্বার অর্জনকারী ও মেধা তালিকার ৫ শিক্ষার্থীর ফরম ফিলাপের দায়িত্ব নিয়েছেন মিয়াজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শাহাদাত হোসেন মিয়াজী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাসুদ মিয়া, সায়মা আক্তার, পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হাসিনা বেগম, মনির হোসেন ঢালী, মুরাদ হোসেন মিয়াজী, জসিমউদদীন মিয়াজী।
আনোয়ারুল হক/আরকে