দেশের প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

সানাউল্লাহ বলেন, জুলাই আন্দোলনের অন্যতম পটভূমি ছিল গণতন্ত্রের অনুপস্থিতি- আমরা যদি এই বিষয়টি উপলব্ধি করতে পারি, তাহলে ভবিষ্যতে বাংলাদেশে আর এ ধরনের ঘটনা ঘটবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের জন্য গণতন্ত্রের উত্তরণের পাশাপাশি প্রতিষ্ঠানের হারিয়ে যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধার করার একটি  বড় সুযোগ। বিগত সময়ের  নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে।

তিনি বলেন, পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করে, অন্যান্য বাহিনী পুলিশকে সহায়তা করবে। নির্বাচনকালীন পুলিশকে কোনো অবস্থাতেই বিতর্কিত না হওয়ার পরামর্শ দেন প্রধান নির্বাচন কমিশনার। স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা বজায় রেখে, কোনো পক্ষাবলম্বন না করে পূর্ণ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। 

আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, জেলা প্রশাসকের কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভিজিলেন্স ও অবজারভেশন টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আরেকটি বিশেষ মতবিনিময় সভায় যোগদান করেন। 
 
এ সময় জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল করিম, জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

শহীদুল ইসলাম/আরএআর