শফিকুল ইসলাম মাসুদের নেই বাড়ি-গাড়ি, বছরে আয় ১০ লাখ টাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তার কোনো নিজস্ব বাড়ি, গাড়ি কিংবা জমি নেই। তিনি পেশায় একজন পরামর্শক।
চলতি অর্থবছরে শফিকুল ইসলাম মাসুদের মোট সম্পদের পরিমাণ ৪৪ লাখ ৭৭ হাজার ৯৬৪ টাকা। এ সময়ে তার বাৎসরিক আয় দেখানো হয়েছে ১০ লাখ ১২ হাজার ৮৩০ টাকা, যার বিপরীতে তিনি সরকারি তহবিলে ৪৫ হাজার ৪২৫ টাকা আয়কর পরিশোধ করেছেন।
বিজ্ঞাপন
হলফনামায় আরও উল্লেখ করা হয়, বর্তমানে তার হাতে নগদ রয়েছে ৪৩ হাজার ২৫০ টাকা এবং বিভিন্ন ব্যাংকে জমা রয়েছে ১৬ লাখ ২৫ হাজার ২৯৩ টাকা। এছাড়া তার রয়েছে ১ লাখ ৩৮ হাজার টাকার বৈদ্যুতিক সামগ্রী ও ১ লাখ ৪৫ হাজার টাকার আসবাবপত্র। তবে তিনি বা তার পরিবারের কোনো সদস্যের নামে কোনো যানবাহন নেই। এছাড়াও পারিবারিকভাবে তার ৪ লাখ ৫০ হাজার টাকার ঋণ রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
শফিকুল ইসলাম মাসুদের স্ত্রী পেশায় একজন চিকিৎসক। হলফনামা অনুযায়ী, তার স্ত্রীর বাৎসরিক আয় ৬ লাখ ৪১ হাজার ৮৭৫ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ১২ লাখ ২৩ হাজার ৪৪৩ টাকা। পাশাপাশি বন্ড, ঋণপত্র এবং স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার বাবদ তার স্ত্রীর নামে রয়েছে ৩ লাখ ৫ হাজার টাকার বিনিয়োগ।
বিজ্ঞাপন
আরএআর