ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী স্বপদ থেকে পদত্যাগের পর ‘ভারপ্রাপ্ত’ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন যুবলীগ নেতা মোহাম্মদ শাহজালাল।  

প্যানেল চেয়ারম্যান-১ হওয়ায় অগ্রাধিকারবলে ৫নং ওয়ার্ডের এই ইউপি সদস্যকে গতকাল ৪ জানুয়ারি কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান স্বাক্ষরিত এক আদেশে দায়িত্ব প্রদান করা হয়েছে। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের হোয়াইক্যং ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা যুবলীগ নেতা শাহজালালের বিরুদ্ধে রাজনৈতিক, মাদকসহ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মোহাম্মদ শাহজালাল দায়িত্ব নেওয়ায় টেকনাফে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন স্থানীয় এক সমন্বয়ক বলেন, নির্বাচন কমিশনার সানাউল্লাহ যেদিন (রোববার) আইনশৃঙ্খলা মিটিংয়ে ফ্যাসিস্ট ইলিমেন্ট নিয়ে সংশয় প্রকাশ করলেন সেদিনই এক যুবলীগ নেতাকে চেয়ারম্যান বানালো কক্সবাজারের জেলা প্রশাসন, এটি আসলে দুঃখজনক। আমরা অনতিবিলম্বে তার অপসারণ চাই।

রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করা হলে শাহ জালাল বলেন, আমি ২০১৫ সালে যুবলীগের সাধারণ সম্পাদক ছিলাম, এখন কোনো রাজনীতি করি না। গত নির্বাচনে নৌকার পক্ষে কাজ না করায় সাবেক সংসদ সদস্য বদি আমাকে প্রকাশ্যে গালি দিয়েছিলেন।

২০২৪ সালের দ্বাদশ নির্বাচনে ‘আওয়ামী লীগের পক্ষে কাজ করেননি’ এমন দাবি করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ক্রিনশট ছড়িয়েছে যেখানে শাহ জালালের ব্যক্তিগত আইডি থেকে সেই নির্বাচনে শেখ হাসিনার জন্য ভোট চাওয়া হয়েছে।

জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, বিষয়টি আমি মাত্র অবগত হয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামি'র প্রার্থী ও দলটি জেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। 

ইফতিয়াজ নুর/আরকে