হিমেল বাতাস,আর হাড় কাঁপানো শীত। এ দুইয়ে মিলে চরম দুর্ভোগে রয়েছে দ্বীপজেলা ভোলার জনজীবন। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র ও নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষ। 

বুধবার (৭ জানুয়ারি) সকাল সোয়া ১০টা পর্যন্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

ভোলা শহরের যুগীরঘোল এলাকার চা দোকানি মো. আব্দুল হাই মোল্লা বলেন, প্রচুর শীত,এরমধ্যে দোকানে বসে থাকা কষ্টকর। ভোরে দোকান খুলেছি। বেলা বাড়লেও কাস্টমার বাড়েনি। শীতের জন্য কাস্টমার আসছে না,অনেকে এখনো ঘর থেকেও বের হননি। 

ভোলা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ভোলায় শৈত্য প্রবাহ চলছে। এরকম পরিস্থিতি আগামী কয়দিন থাকবে সেটি পরবর্তীতে আপডেটে জানা যাবে। এছাড়া আকাশে সূর্যের দেখা মিললে শীতও কিছুটা কমবে।

খাইরুল ইসলাম/আরকে