মাগুরায় গরু চোর সন্দেহে আকিদুল (৪০) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) ভোরে সদর উপজেলার ইছাখাদা ইউনিয়নের ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আকিদুল মাগুরা সদর উপজেলার রাঘবদার ইউনিয়নের পাকাকাঞ্চনপুর গ্রামের মৃত শহর আলীর ছেলে।

জানা গেছে, বুধবার ভোরে টেংয়াখালী এলাকা থেকে গরু চুরি করে পালানোর সময় দু-তিনজন চোরকে স্থানীয় বাসিন্দারা ধাওয়া দেন। এ সময় পাকাকাঞ্চনপুর গ্রামের আকিদুল ইসলাম ইছাখাদা পশ্চিম পাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। সন্দেহের ভিত্তিতে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেন। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত আকিদুল ইসলামকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত ব্যক্তির পরিবারের দাবি, আকিদুল ইসলাম ভোরে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। পূর্বশত্রুতার জের ধরে তাকে গরু চোর সাজিয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরিবার আরও জানিয়েছে, নিহত আকিদুল তিন বছর সাইপ্রাসে ছিলেন।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক বলেন, আকিদুল একজন পেশাদার চোর ছিলেন। গরু চুরি করে পালানোর সময় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাছিন জামান/এএমকে