খুলনায় সন্ত্রাসীদের গুলিতে রানা (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের যাব্দীপুর বউ বাজার এলাকায় সন্ত্রাসীরা তাকে গুলি করে।

আহত রানা নগরীর আড়ংঘাটার তেলিগাতী গ্রামের হোসেন শেখের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিসহ একটি দেশে তৈরি শার্টারগান উদ্ধার করেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওয়ার্ড ৯-১০ চিকিৎসকরা জানিয়েছেন, রানার বাম হাতের বাহুতে এক‌টি এবং পিঠে দুইটি গু‌লি লেগেছে। পিঠের দুইটি গুলি খুবই গুরুতর। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। ভেতরে রক্তক্ষরণ হয়েছে। উন্নত চি‌কিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

খানাজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাতে  যাব্দীপুর বাজারে রানাকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে কার্তুজসহ দেশে তৈরি একটি শার্টারগান উদ্ধার করা হয়। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। 

মোহাম্মদ মিলন/এমটিআই