উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম নুরুল আমিন। তিনি জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়ার বাসিন্দা মির আহমেদের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দারা জানান, হেলাল নামের এক ব্যক্তির নেতৃত্বে দীর্ঘদিন ধরে ওই এলাকায় পাহাড় কেটে মাটি অবৈধভাবে বিক্রি করা হচ্ছিল। ভোরের অন্ধকারে শ্রমিকরা যখন পাহাড় কাটছিলেন, তখন হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধ্বসে পড়ে। এতে নুরুল আমিন সম্পূর্ণভাবে মাটির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাহাড় ধসের পর সেখানে উপস্থিত অন্যান্য শ্রমিকরা আতঙ্কিত হয়ে পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।
বিজ্ঞাপন
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে।
ইফতিয়াজ নুর নিশান/এএমকে