বললেন ব্যারিস্টার ফুয়াদ
আমার নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির আসার কথা ছিল
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (আসাদুজ্জামান ভূঁইয়া) বলেছেন, শহীদ ওসমান হাদি আমার নির্বাচনী এলাকায় আসার কথা ছিল। তিনি নিজেই নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দুঃখজনকভাবে তার আগেই সন্ত্রাসীদের গুলিতে তিনি শহীদ হন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৮ টার দিকে জেলার বাবুগঞ্জ উপজেলার ঘটকেরচর এলাকায় আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ব্যারিস্টার ফুয়াদ বলেন, শহীদ ওসমান হাদির রেখে যাওয়া দায়িত্ব আজ আমাদের কাঁধে। সেই দায়িত্ব রক্ত দিয়ে নয়, বরং শরীরের ঘাম, শ্রম আর দিন-রাত পরিশ্রমের মাধ্যমে পালন করতে হবে। তাহলেই আমরা আল্লাহর কাছে শহীদ ওসমান হাদির রেখে যাওয়া আমানতের যথাযথ প্রতিদান পাব।
এর আগে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গ্রামগঞ্জে এখনো অনেক মানুষ ঈগল পাখি প্রতীকটি চেনে না। তাই সবাইকে মোবাইল ফোনের মাধ্যমে ঈগল প্রতীকের ছবি দেখিয়ে ভোটারদের সচেতন করতে হবে।
বিজ্ঞাপন
সভায় স্থানীয় মুরুব্বি মোবারক হোসেনের সভাপতিত্বে এবং বরিশাল জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি খলিলুর রহমান মিজানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম।
তিনি বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত। দেশের বৃহত্তর জাতীয় স্বার্থে বরিশাল-৩ আসনে দলীয় প্রার্থীকে মনোনয়ন দাখিল করতে বারণ করা হয়েছে। এই আসনে জোটের প্রার্থী হিসেবে ঈগল প্রতীকের ব্যারিস্টার ফুয়াদকে সমর্থন দেওয়া হয়েছে। আমরা সবাই আগের চেয়ে দ্বিগুণ উদ্যমে ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে নির্বাচনী মাঠে নামব।
এসময় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো. শাহাদাত হোসেন এবং বাবুগঞ্জ উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. সৌরভ সরদার।
কর্মীসভায় উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার জি এম রাব্বি, যুগ্ম আহ্বায়ক মেরিন ইঞ্জিনিয়ার সুজন তালুকদার, যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর আহমেদসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরিফ হোসেন/এমটিআই