যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে ভ্যানচালক মঞ্জু বেপারীকে (৫০) কুপিয়ে হত্যা করা হয়। বরিশাল জেলার গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদের রাস্তায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে প্রাণ হারান এই ভ্যানচালক।

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জু বেপারী ওই এলাকার মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে। 

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে বাড়ির কাছাকাছি পূর্ব কাশেমাবাদ এলাকায় মঞ্জু বেপারীর পথরোধ করে দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। এরপর সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। মঞ্জুর চিৎকারে ছুটে আসেন আশপাশের মানুষ। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত গৌরনদী উপজেলা হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা স্বজনরা। নিরাপদ যাতায়াত ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিখ হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।  জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

আরকে