কারাগারে মারা গেলেন পাবনার আলোচিত আ.লীগ নেতা
পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পাবনার শহরের আলোচিত মদের বার চাকী বাড়ির মালিক প্রলয় চাকী মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি জেলার এক সময়ের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও অভিনেতা প্রয়াত লক্ষ্মী দাস চাকির বড় ছেলে।
বিজ্ঞাপন
পাবনা জেল সুপার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, পাবনা জেলা কারাগারে বন্দি থাকাবস্থায় গত শুক্রবার সকালে হৃদরোগ ও ডায়াবেটিসজনিত রোগে অসুস্থবোধ করেন। এসময় তাকে পাবনা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। সোমবার ময়নাতদন্ত শেষে তার মরদেহ পাবনাতে নিয়ে আসা হবে বলে তার স্বজনেরা জানিয়েছেন।
এর আগে গত ১৬ ডিসেম্বর সকালে শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বিজ্ঞাপন
জানা গেছে, প্রলয় চাকী রাজনীতির পাশাপাশি একজন মদ ব্যবসায়ী হিসেবে বেশি পরিচিত। এছাড়া তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তি হিসেবেও সুপরিচিত। পাবনা শহরের একমাত্র আলোচিত মদের বার ‘চাকী বাড়ি’র মালিক তিনি। ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন। ৫ আগস্ট পরবর্তীতে গা ঢাকা দিয়েছিলেন। তবে ৫ আগস্ট পরবর্তীতে ‘চাকী বাড়ি’র নানা ঘটনা নিয়ে তাকে গ্রেপ্তার এবং চাকী বাড়ি বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছিল পাবনাবাসী।
রাকিব হাসনাত/আরকে