নীলফামারীর সৈয়দপুরে চাঁদাবাজির প্রতিবাদে তিন দিন ধরে মাছের বাজার বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্তের ব্যবসায়ী ও ক্রেতারা।  

রোববার (১১ জানুয়ারি) রাতে শহরের মাছ বাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়। এর আগে বিকেলে চাঁদাবাজদের বিচারের দাবিতে ব্যবসায়ীরা বিক্ষোভ করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী ও কয়েকজন ব্যক্তি মাছ বাজারের ব্যবসায়ীদের থেকে দৈনিক চাঁদা উত্তোলন করতেন। এতে বৃহস্পতিবার বিকেলে তারা চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা তাদের চাঁদা দিতে অসম্মতি জানায়। এতে তারা ক্ষিপ্ত হয়ে মাছ ব্যবসায়ীদের মারধর করেন। পরে ব্যবসায়ীরা সুষ্ঠু বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করে তিন দিন ধরে মাছ বাজারের সব দোকান বন্ধ রেখেছে।

মাছ ব্যবসায়ী রহমত আলী বলেন, আমরা দীর্ঘদিন ধরে ওয়াকার ও তার সাঙ্গপাঙ্গদের চাঁদা দিয়ে আসছি। কিন্তু এখন দেশের সবকিছু পরিবর্তন হয়েছে এজন্য আমরা আর চাঁদা দিতে চাই না। তাছাড়া আমাদের মাছ বিক্রি করে যে টাকা ইনকাম হয় সেটা দিয়ে পরিবার চালানো কষ্টকর সেখানে তাদের চাঁদা দেব কিভাবে।

আরেক ব্যবসায়ী নওশাদ হোসেন পলু বলেন, আমরা তাদের চাঁদাবাজির প্রতিবাদ করলে তারা আমাদের মারধর করেন। আমরা সবাই সেটির প্রতিবাদে দোকান বন্ধ করে রেখেছি, থানায় অভিযোগ করেছি সুষ্ঠু বিচার না পেলে শহরের সব মাছ ব্যবসায়ীর বেচাকেনা বন্ধ থাকবে। আমরা আজকে বিচারের দাবিতে সড়কে বিক্ষোভ করেছি, বিচার না পেলে আরও বড় আন্দোলন করবো। 

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত চলছে দ্রুত এটির সমাধান হবে।

আরকে