মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মারা গেছেন
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি মাছরাঙা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক বাছির উদ্দিন জুয়েল (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বুকে অস্বাভাবিক ব্যাথা অনুভব করেন জুয়েল। পরে সাংবাদিক সহকর্মীদের সহায়তায় স্থানীয় একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। পরে রোববার রাতে ফের অসুস্থতা অনুভব করলে নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। রাত দেড়টার দিকে সেখানেই মৃত্যুবরণ করেন জুয়েল।
বিজ্ঞাপন
স্বজন ও সহকর্মীরা জানান, গত ৪ বছর ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন জুয়েল। তার হার্টে অন্তত ৩টি ব্লক ধরা পড়েছিল। এই অবস্থাতেই তিনি দিনযাপন করছিলেন।
বাছির উদ্দিন জুয়েল জেলায় কর্মরত সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান কমিটির সভাপতি ছিলেন। আগামী ২৪ জানুয়ারি প্রেসক্লাবে নির্বাচনের মাধ্যমে কমিটির পালাবদল হওয়ার কথা ছিল। ব্যক্তিগত জীবনে জুয়েল এক ছেলে সন্তানের জনক।
বিজ্ঞাপন
তার বড় ভাই সাংবাদিক মীর নাছিরউদ্দিন উজ্জল বলেন, বাছির উদ্দিন জুয়েলের প্রথম জানাজা নামাজ আজ সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় মুন্সীগঞ্জ শহর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরবর্তী জানাজা হবে বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে। বাদ জোহর টঙ্গীবাড়ি উপজেলার বাহেরপাড়ায় নিজ এলাকায় সবশেষ জানাজা নামাজ সম্পন্ন করে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ব. ম শামীম/আরকে