রাজশাহী বিভাগের খবরাখবর
ধামইরহাট উপজেলা দল ২-০ গোলে পোরশা উপজেলাকে হারায়
রাজশাহী নগরীতে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় একটি ভিডিওর সূত্র ধরে রোববার (২৭ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত আলাদা অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে আবদুর রহমান ও আব্দুল্লাহ নামে দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন) বিকেলে জেলার গোমস্তাপুর উপজেলার দো-সীমানি কাঁঠাল এলাকার গুচ্ছগ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। তিন বছর বয়সী দুই শিশুর বাবার নাম মো. শহিদুল ইসলাম।
বিজ্ঞাপন
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, অভিযুক্তকে ধমক দিয়ে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা মো. আব্দুল মান্নানসহ এলাকার প্রভাবশালীদের বিরুদ্ধে। সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের নওদা ফুলকোচা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফরিদুল ইসলাম (৪০) একই গ্রামের সামাদ আলীর ছেলে। ঘটনা জানাজানি হওয়ায় আত্মগোপনে যান ফরিদুল।
এদিকে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসের প্রসেস সার্ভার আতাহার আলী (৫৬) মারা গেছেন। রোববার (২৭ জুন) দুপুরে উপজেলার পাটাগ্রামের নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মারা যান বলে জানান কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী।
বিজ্ঞাপন
নওগাঁ প্রতিনিধি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) জেলা পর্যায়ের প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার টুর্নামেন্টের বালিকা বিভাগে ধামইরহাট উপজেলা দল ২-০ গোলে পোরশা উপজেলাকে এবং বালক বিভাগে টাইব্রেকারে নওগাঁ সদর উপজেলা ৬-৫ গোলে পত্নীতলা উপজেলাকে হারিয়ে বিজয়ী হয়।
নিজ উদ্যোগে দুই কিলোমিটার রাস্তা মেরামত করে দিলেন নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। ইউনিয়নের সুত্রইল মোড় থেকে তুড়িপাড়া মোড় পর্যন্ত চেয়ারম্যান এই রাস্তা মেরামত করেন। খানাখন্দে ভরা গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপোযাগী হয়ে পড়েছিল।
পাবনা প্রতিনিধি জানান, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে পাবনা থেকে প্রকাশিত দৈনিক স্বতঃকণ্ঠের বার্তা সম্পাদক মাহমুদা নাসরিন মারা গেছেন। রবিবার (২৭ জুন) রাত ৮টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েক দিন জ্বর, সর্দি, কাশি নিয়ে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন মাহমুদা।
এদিকে ঈশ্বরদীতে প্রতিবন্ধী ভিক্ষুক হত্যাকাণ্ডের জড়িত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার (২৮ জুন) দুপুরে পাবনার ঈশ্বরদী থানায় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান। ২৪ জুন রাতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের মানিক প্রামাণিকের বাড়ি থেকে প্রতিবন্ধী ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনা সদর উপজেলায় বিল্লাল হোসেন (৩৮) নামের এক চরমপন্থী দলের আঞ্চলিক নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে সদরের সাদুল্লাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাজারসংলগ্ন জামে মসজিদের সামনে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বগুড়া প্রতিনিধি জানান, আদমদীঘিতে পৃথক সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ্র মোহন্ত (৭০) ও তফিজ উদ্দীন (৭২) নামের এক বৃদ্ধ মারা গেছেন। রোববার রাত ৮টায় উপজেলার মুরইল বাজার এলাকায় তফিজ উদ্দীন অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এবং একই দিন বিকেলে শ্যামল চন্দ্র মোহন্ত মোটরসাইকেল থেকে পড়ে নিহত হন।
বগুড়ার সারিয়াকান্দিতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি দিন দিন বাড়ছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন সেচমালিক ও কৃষকরা। রোববার (২৭ জুন) দিবাগত রাতে দুটি বিএডিসি বরেন্দ্র সেচ প্রকল্পের ছয়টি ট্রান্সফরমার চুরি হয়েছে।
ফেরদৌস সিদ্দিকী/এনএ