টেকনাফে ব্যাংক থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে আমান ওয়াহিদ (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) বেলা ১১টার দিকে ব্যাংকের ভেতরে তার মরদেহ দেখতে পান সহকর্মীরা।
আমান ওয়াহিদ টেকনাফের সাবরাং মুন্ডাল ডেইল এলাকার বাসিন্দা। তিনি হ্নীলা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
সহকর্মী ফায়সাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমান ওয়াহিদ যাতায়াত সমস্যার কারণে তিন দিন ধরে ব্যাংকে রাত্রিযাপন করছেন। গত রোববার হ্নীলা বাজারের বৈশাখী রেস্টুরেন্ট থেকে ভাত খান তিনি। এরপর রাত ২টায় আমাকে ফোন করে তার মাথা ব্যথা ও খারাপ লাগার কথা জানান। সকালে ব্যাংকে গিয়ে কর্মকর্তা-কর্মচারীরা তাকে চেয়ারে বসা অবস্থায় মৃত দেখতে পান।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করেছেন।
বিজ্ঞাপন
মুহিববুল্লাহ মুহিব/এসপি