বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করলেন কাদের মির্জা
সরকার ঘোষিত কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে বিশেষ ত্রাণ সহায়তা বিতরণ করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বুধবার (৩০ জুন) ভোরে বসুরহাট পৌরসভা ও কোম্পানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় তিনি বলেন, সারাদেশে করোনাভাইরাস ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। তাই এ সময়ে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করতে অসহায় মানুষের দ্বারে দ্বারে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, কোম্পানীগঞ্জে কোনো অসহায়, খেটে খাওয়া মানুষ না খেয়ে থাকবে না। সবার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব। নিজেকে, পরিবারকে এবং সমাজকে সুস্থ রাখতে নিয়মিত মাস্ক পরার আহ্বান জানান তিনি।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কাদার হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ইউনুছ, সহসভাপতি হাসান ইমাম বাদল, জামাল উদ্দিন, আইনবিষয়ক সম্পাদক শঙ্কর ভৌমিক, উপজেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক, প্যানেল মেয়র, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
হাসিব আল আমিন/এসপি