যেভাবে হলো একটি মানবিক বিয়ে
বিয়ের মঞ্চে আব্বাস উদ্দিন ও শাবনুর বেগম
একজনের দুটি হাত অচল। আরেকজনের শারীরিক অক্ষমতা। কেউ কাউকে চিনেন না। এ দুই প্রতিবন্ধীকে একফ্রেমে বাঁধার দায়িত্ব নিয়েছেন একদল যুবক। অনন্য এক আয়োজনের মধ্য দিয়ে এই দুই প্রতিবন্ধীকে একই বন্ধনে আবদ্ধ করেছেন তারা।
গত শুক্রবার (৮ জানুয়ারি) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের প্রতিবন্ধী শাবনুর বেগমের সঙ্গে বিয়ে হয় পেকুয়া উপজেলার মগকাটার আব্বাস উদ্দিনের।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুদান সংগ্রহের মাধ্যমে এই বিয়ে আয়োজনের দায়িত্ব নেন প্রতিবন্ধীদের বন্ধুখ্যাত আলী তানভির ও তার বন্ধুরা। সেই প্রতিবন্ধী যুগলের সাজ-সরঞ্জাম, ফার্নিচার এবং ৬০ জন ব্যক্তির খাবারের আয়োজন করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে বিয়ের আয়োজনের প্রধান দায়িত্বে থাকা আলী তানভির বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় বাড়িতে চলে আসি। বসে না থেকে প্রতিবন্ধীদের জন্য কিছু করার মনস্থির করি।
বিজ্ঞাপন
শুরু থেকে এ পর্যন্ত ৪০ জনের বেশি প্রতিবন্ধীর পাশে দাঁড়িয়ে তাদের হুইল চেয়ার, ওয়াক স্টেন, খাবারের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থাসহ বিভিন্ন কাজ করে এখনও পাশে আছি। এরই ধারাবাহিকতায় দুজন প্রতিবন্ধীকে একই বন্ধনে আবন্ধ করতে বিয়ের এ আয়োজন করি।
তিনি আরও বলেন, কিছুদিন আগে যখন আমি ত্রাণ দিতে যাই তখন আব্বাস উদ্দিন নামের এ প্রতিবন্ধীর সঙ্গে কথা হয়। তিনি তার মনের কথা ব্যক্ত করেন। তখন আমি শাবনুর বেগমের সঙ্গে বিষয়টি শেয়ার করি। সেও রাজি হয়।
তাদের সাহায্যে এগিয়ে আসার জন্য ফেসবুকে পোস্ট করি। অনেক হৃদয়বান মানুষ এগিয়ে এসেছেন। তাদের অনুদানের ভিত্তিতেই এ বিয়ের আয়োজন করি।
এমএসআর