সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল

অক্সিজেন ফুরিয়ে যাওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার (৩০ জুন) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ৯ জন মারা গেছেন। এদের মধ্যে দুইজন করোনা পজিটিভ ছিলেন এবং বাকিদের করোনার উপসর্গ ছিল। হাসপাতালের আইসিইউতে তিনজন এবং ওয়ার্ডে ৬ জন মারা গেছেন।

হঠাৎ হাসপাতালে অক্সিজেনের সংকট দেখা দিলে এই বিপর্যয় ঘটে। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। হাসপাতাল থেকে এক রোগীর স্বজন মুকুল সরদার জানান, ‘রাত ৯টার দিকে একযোগে ৮-৯ জন মারা গেছে বলে হাসপাতালে হৈ চৈ পড়ে যায়। তবে বিস্তারিত কেউ কিছু বলছেন না।’

মেডিকেল কলেজ হাসপাতালের ডাটা এন্ট্রি অপারেটর ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত মো. শহীদ আনোয়ার ঢাকা পোস্টকে জানান, এ পর্যন্ত নয়জন মারা গেছেন। এদের মধ্যে দুইজন করোনা শনাক্ত ছিলেন। আর বাকিদের উপসর্গ ছিল। আইসিইউতে তিনজন ও অন্যরা ওয়ার্ডে মারা গেছেন। 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল বলেন, বিকেল থেকে হাসপাতালে অক্সিজেনের সংকট দেখা দেয়। কিছুক্ষণ আগে হাসপাতালে অক্সিজেনের অবস্থা স্বাভাবিক হয়েছে। যশোর থেকে অক্সিজেন নিয়ে আসা হয়েছে।

আকরামুল ইসলাম/এমএসআর