কক্সবাজারে ভারি বর্ষণ, পাহাড় থেকে সরে যেতে মাইকিং
গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ভারি বর্ষণের কারণে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে শহরজুড়ে মাইকিং করছে সদর উপজেলা প্রশাসন।
বুধবার (৩০ জুন) সকাল থেকে থেমে মাঝারি থেকে ভারি বর্ষণ হচ্ছে পর্যটন শহরে। এর ফলে পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ে বসবাসরতদের সরে আসতে মাইকিং করা হচ্ছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়।
বিজ্ঞাপন
তিনি বলেন, যেহেতু ভারি বর্ষণ চলমান রয়েছে। তাই পাহাড়ে বসবাসরতদের সরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি মাইকিং করা হচ্ছে। এছাড়াও ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের এ বিষয়ে উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও।
আবহাওয়া অফিস বলছে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলতি বছরে সর্বোচ্চ বৃষ্টি এ জেলায়। আগামী ২৪ ঘণ্টায়ও থেমে থেমে মাঝারি থেকে ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বিজ্ঞাপন
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিধ মো. আব্দুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আজকে চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও এ ধরনের বৃষ্টি হতে পারে।
উল্লেখ্য, কক্সবাজার জেলায় প্রায় ১০ লাখের বেশি মানুষ পাহাড় দখল করে বসবাস করছে। যার মধ্যে দেড় লাখের বেশি মানুষ অতি ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাস করছে বলে দাবি স্থানীয় প্রশাসন ও বন বিভাগের।
মুহিববুল্লাহ মুহিব/আরএআর