ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রতিপক্ষের হামলায় আবদুল কাদির (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের সোলাবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
এরপর কাদিরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ওই গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।
বিজ্ঞাপন
নিহতের স্বজনরা অভিযোগ করেন, দুই বছর আগে ইরাক যাওয়ার জন্য সোলাবাড়ি গ্রামের বাসিন্দা রমজান মিয়ার কাছে সাড়ে তিন লাখ টাকা দেন কাদির। পরে ইরাকে যাওয়ার পর ৯দিন জেল খেটে দেশে ফিরে আসেন তিনি। বিষয়টি নিয়ে এলাকায় সালিস বৈঠক করেন কাদির। এ নিয়ে দুইজনের মধ্যে বিরোধ তৈরি হয়।
বুধবার সন্ধ্যায় স্থানীয় মলাই মিয়া সরদারের সঙ্গে দেখা করতে যান কাদির। মলাই মিয়ার সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে কাদিরের ওপর হামলা চালায় রমজানের লোকজন। এতে গুরুতর আহত হন কাদির। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, প্রতিপক্ষের হামলায় একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আজিজুল সঞ্চয়/আরএআর