৩০ জুন ঢাকা বিভাগের খবরাখবর
২৭ হাজার ৩০০ টাকায় মাছটি বিক্রি করেন জেলে ওমর হালদার
রাজবাড়ী প্রতিনিধি জানান, জেলার নাউডুবিতে নানা বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে মিম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিয়ার রহমান।
এদিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলে ওমর হালদারের জালে ধরা পড়েছে ২১ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ। পরে মাছটিকে তিনি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটের মৎস্য আড়তে নিয়ে গেলে সেখানে মাছটি বিক্রি করা হয় ২৭ হাজার ৩০০ টাকায়।
বিজ্ঞাপন
অন্যদিকে রাজবাড়ীর পাংশা উপজেলায় সরিষা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্যের বাড়িতে ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে ইউপি সদস্যসহ তার স্ত্রী ও সন্তান আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের পালেরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
নরসিংদী প্রতিনিধি জানান, জেলার রায়পুরায় কিশোরী হত্যা মামলায় ৪১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। মঙ্গলবার (২৯ জুন) রাতে নিহত কিশোরীর বাবা নান্নু মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) দেব দুলাল দে।
বিজ্ঞাপন
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। রাজধানী ছেড়ে আসা ঘরমুখী মানুষের চাপে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। তবে সড়কপথে ভোগান্তি হলেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে স্বস্তিতে পারাপার হচ্ছেন ঢাকা থেকে আসা ঘরমুখী মানুষ।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, করোনাভাইরাসে আক্রান্তের পর মস্তিষ্কে রক্তক্ষরণে কিশোরগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুল হক মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি গত ২৩ জুন থেকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার (৩০ জুন) ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাভার প্রতিনিধি জানান, সাভারের আশুলিয়ায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার ভাড়াটিয়া রিকশা গ্যারেজের ম্যানেজার রুবেলের (৪০) বিরুদ্ধে। ঘটনার পর থেকে রুবেল পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার (৩০ জুন) সাভারের আশুলিয়ার চারাবাগ স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে সাভারের আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ২ নারীসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ১৪৭ পিস ইয়াবা ও দুই ক্যান বিয়ারসহ মাদক বিক্রির ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
শরীয়তপুর প্রতিনিধি জানান, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। সততা, ন্যায়নিষ্ঠ ও কর্তব্যপরায়ণসহ সামাজিক উন্নয়নে অবদান রাখায় জেলার ৭টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তার হাতে এ পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক পারভেজ হাসান।
মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুরে কাভার্ডভ্যান চাপায় পুলিশের এএসআই মাহফুজুর রহমান (২৮) ও তার মা রোজিনা পারভীন (৪৫) নিহত হয়েছেন। বুধবার (৩০ জুন) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরের বড় ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর কলেজ রোড এলাকায় চলন্ত গাড়ির সামনে রাস্তার পাশের কড়ই গাছ ভেঙে পরেছে। এতে ৫টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে, আহত হয়েছেন পাঁচজন। এ ঘটনার পর মহাসড়কে কলেজ রোড থেকে পাখির মোড় পর্যন্ত ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়।
এদিকে মুন্সিগঞ্জের নবাগত জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল এবং জেলা ও দায়রা জজ আমজাদ হোসেনের যোগদান উপলক্ষে জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরের দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক কাজী নাহিদ রসূলকে শুভেচ্ছা জানানো হয়।
শিহাব খান/এসকেডি