ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় দুইদিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে গেছে নেতাই নদীর বেড়িবাঁধ। এতে উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার পাশাপাশি প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এ অবস্থায় নেতাই পাড়ের নিম্নাঞ্চলের খেটে খাওয়া মানুষদের আতঙ্কে সময় কাটছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (৩০ জুন) উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকার মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনের বাড়ির পাশ দিয়ে নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে যায়। এতে প্রবল স্রোতে পানি প্রবেশ করছে। ফলে রায়পুর, কামালপুর ছান্দেরনগরসহ বিভিন্ন এলাকার ঘরবাড়ি পানিতে ইতোমধ্যে তলিয়ে গেছে। 

এছাড়াও ঘোষগাঁও ইউনিয়নের নয়াপাড়া, দিঘলবাগ,কালিকাবাড়িসহ বিভিন্ন গ্রামের বেশ কিছু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বেতগাছিয়া, বহরভিটা, উদয়পুরসহ নিম্ন এলাকাগুলো প্লাবিত হচ্ছে।

এ ব্যাপারে গামারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, আমি ইতোমধ্যে ভাঙন এলাকা পরিদর্শন করেছি। কীভাবে মানুষকে নিরাপদে রাখা যায় সেই চেষ্টাই করছি।

জানতে চাইলে ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাফিকুজ্জামান জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডকে এ ব্যাপারে প্রতিবেদন দেওয়া হয়েছে। দ্রুতই এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

উবায়দুল হক/আরএআর