শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় গাজীপুরে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন আরও ৭৩ জন। বৃহস্পতিবার (১ জুলাই) সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে।

গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, মৃতদের মধ্যে একজন পুরুষ এবং অপরজন নারী। দুজনেই গাজীপুর সদরের বাসিন্দা। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তারা মারা গেছেন।

সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় নমুনা পাঠানো হয়েছে ৩৮৮ জনের। নমুনা পরীক্ষার পর ফলাফল পাওয়া গেছে ২৯৪ জনের। এরমধ্যে ৭৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বাকি ৯৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষমাণ রয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ২ জনের।

সিভিল সার্জন মো. খায়রুজ্জামান আরও জানান, এ পর্যন্ত গাজীপুরের মোট ৯০ হাজার ৯১১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনার শনাক্তের সংখ্যা ১২ হাজার ৬৮৬ জন। তাদের মধ্যে মারা গেছেন মোট ২৪২ জন। মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৮৯ জন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ৩৬ জন, কাপাসিয়ায় ১২ জন, কালিয়াকৈরে ১২ জন, শ্রীপুরে ১০ জন এবং কালীগঞ্জে ৩ জন। এখন পর্যন্ত সর্বাধিক শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৮ হাজার ২৫৩ জন।

শিহাব খান/এমএসআর