বান্দরবানে রয়েছে অসংখ্য পর্যটন কেন্দ্র। প্রতিদিনই এই পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করেন অসংখ্য পর্যটক। পর্যটকদের এই ভিড় সামলানো আর তাদের নিরাপত্তা দিতে পর্যটন কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেন ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি তাদের বিভিন্ন দিক নির্দেশনা ও সহযোগিতার হাত বাড়ায় ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

করোনার কারণে ১ এপ্রিল থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো বন্ধ থাকলেও ছুটি নেই ট্যুরিস্ট পুলিশ সদস্যদের। জেলার নীলাচল, মেঘলা, শৈলপ্রপাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ তাদের দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।

জানা গেছে, ২০১৫ সাল থেকে বান্দরবানের পর্যটন খাতের উন্নয়নের লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম শুরু হয়। সেই থেকে এখন পর্যন্ত ২০ জনের একটি চৌকস দল জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে তাদের টহল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের ইনচার্জ মো.আমিনুল হক বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বান্দরবানের সকল পর্যটনকেন্দ্র বন্ধ রয়েছে। তবে আমরা নিয়মিত বিভিন্ন পর্যটনকেন্দ্রে টহল অব্যাহত রেখেছি।

তিনি আরও বলেন, পর্যটনকেন্দ্র বন্ধ রয়েছে না জেনেই অনেক পর্যটক বান্দরবানে চলে আসছেন, আমরা তাদের বান্দরবানে না আসার জন্য নিরুৎসাহিত করছি এবং বিভিন্ন পর্যটনকেন্দ্রে যাতে কোনো মাদকসেবীর আড্ডা নয় হয়, কোনো ধরনের অপরাধ কার্যক্রম সংগঠিত না হয় সেজন্য নিয়মিত টহল অব্যাহত রেখেছি।

রিজভী রাহাত/এসপি